চট্টগ্রাম পোস্ট: র্যাংকস মটরস লিমিটেড চট্টগ্রাম ওয়ার্কসপ এর বর্ষাকালীন সার্ভিস উৎসবের (Care Fest 2022 )শুভ সুচনা করা হয়েছে। আজ শনিবার ফিতা কেটে শুভ সূচনা করেন মিত্র বাংলাদেশ এর চেয়ারম্যান ও র্যাংকস মোটরসের সম্মানিত গ্রাহক লায়ন এম. আইয়ুব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহিন্দ্রা বাংলাদেশ প্রতিনিধি মোঃ সাইদুর রহমান, এতে আরও উপস্থিত ছিলেন; র্যাংগস মােটরস চট্টগ্রাম সেলস জোনাল হেড মােঃ জাহাঙ্গীর আলম, মাহিন্দ্রা সেলস চট্টগ্রাম -২ জোনাল হেড শুভংকর, ওয়ার্কশপ ম্যানেজার মোঃ লােকমান হােসাইন, কাজী মোহাম্মদ সাঈদ এবং চট্টগ্রাম ওয়ার্কশপ এর সকল ইন্জিনিয়ার ও সম্মানিত গ্রাহক বৃন্দ।
উক্ত উৎসব এবং উৎসবের সকল প্রকার সুবিধাধি ২৪ সেপ্টেম্বর -২০২২ থেকে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। যার মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় র্যাংকসের সেবা পৌঁছে যাবে।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন এম. আইয়ুব বলেন; র্যাংকস মটরস ওয়ার্কশপ লিঃ তাদের গুণগত সার্ভিস ও টেকসই পার্টস সরবরাহের মাধ্যমে পরিবহন মালিক, চালকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি র্যাংকস পরিবারের সফলতা কামনা করেন।