বিশ্বের ২৫ দেশের সাথে একযোগে র্যাংকস মটরস লিমিটেড চট্টগ্রাম ওয়ার্কসপ এর সার্ভিস উৎসবের (Care Fest 2024) শুভ সুচনা করা হয়েছে। আজ শনিবার ফিতা কেটে শুভ সূচনা করেন লেখক ও কলামিস্ট ড. মুহাম্মদ মাসুম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিত্র বাংলাদেশ এর চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব, মাহিন্দ্র সেলস চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আরিফ উদ্দিন, কালেকশন হেড সালাউদ্দিন এবং সার্ভিস জোনাল হেড ইন্জিনিয়ার মোঃ লােকমান হােসাইন, ভেঝা’র স্বত্বাধিকারী কাজী মোহাম্মদ সাঈদ এবং চট্টগ্রাম ওয়ার্কশপ এর সকল ইন্জিনিয়ার ও সম্মানিত গ্রাহক বৃন্দ।
প্রধান অতিথি ড. মুহাম্মদ মাসুম চৌধুরী বলেন; ‘কেয়ার ফেস্ট’ এর বিভিন্ন প্রকার সুযোগসুবিধা পরিবহন মালিক ও চালকদের উৎসবে পরিণত হয়েছে। র্যাংকস মটরস চালকদের দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার জন্য র্যাংকস কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। র্যাংকস মটরস ওয়ার্কশপ লিঃ তাদের গুণগত সার্ভিস ও টেকসই পার্টস সরবরাহের মাধ্যমে পরিবহন মালিক, চালকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি র্যাংকস পরিবারের সফলতা কামনা করেন।