মোঃ ইউনুস : চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ্ বলেছেন, হযরত মোহাম্মদ (সা:) এর হাতে কুরআন নাযিল হওয়ার পর পৃথিবীটা আলোকিত হয়েছে। রাসূল সাঃ চল্লিশ বছর পর নবুয়্যত লাভ করার পর অনেক ত্যাগের বিনিময়ে ইসলাম অর্জিত করেছেন। কুরআন সকল জ্ঞানের ভান্ডার এবং কুরআনের মধ্যে সকল নিয়ামত নিহিত রয়েছে।তাই তিনি প্রত্যেক মুসলমানকে পবিত্র কোরআনকে লালন ও ধারণ করে ধর্ম ও কর্ম দুটো করার আহবান জানান।
তিনি আরো বলেন আমরা যে যাই করি না কেন মৃত্যুর পরে আমাদের একমাত্র সম্পদ হলো নেক আমল। পৃথিবীর সব সম্পদ রেখে থাকতে হবে সাড়ে তিন হাত মাটির ঘরে।
এ পৃথিবীর অঢেল সম্পদের যেসব মালিক পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের সাড়ে তিন হাত মাটির ঘরেই থাকতে হচ্ছে। আমরা যেই যত বড় কিছুই হই না কেন কবরে আমাদের যোগ্যতার একমাত্র মাপকাঠি হবে নেক আমল।
পৃথিবীতে জন্মের সিরিয়াল আছে কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নেই। তাই আমাদের সবাইকে পরকালের সম্পদ তৈরির জন্য প্রস্তুত থাকতে হবে। পৃথিবীতে অন্যের সম্পদ দখল, অন্যায়ভাবে সম্পদ তৈরি, অন্য ধর্মের মানুষের প্রতি খারাপ মনোভাব পোষণ ধর্মীয় পরিপন্থী কাজ। আমাদের নেক আমল আমাদের জন্য সম্পদ স্বরূপ।
রোববার (০৩ নভেম্বর) রাতে চট্টগ্রাম বোয়ালখালী পৌরসভার অন্তর্গত ফুলতলস্থ ইউনিট ভয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।
এসময় মাহফিলে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি শফিকুর ইসলাম শাহীন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু, বোয়ালখালী পৌরসভা তরুণদলের আহ্বায়ক মোঃ মিজান, পৌরসভা যুবদল নেতা ইরফান, মাবুদ, শ্রমিকদল নেতা নাজিম এবং সাবেক ছাত্রদল নেতা ইউনুস প্রমুখ।