বুধবার , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয়

হাটহাজারী উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক গ্রেফতার

 

মোঃএকরামুল হক হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় মো.মনছুর আলম চৌধুরী (৪৮) নামের এক আ.লীগ নেতাকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে উপজেলার মেখল ইউনিয়ন এলাকা থেকে মামলার এজাহার নামীয় ওই আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মেখল ইউনিয়নের ৫নং ওয়াডস্থ পূর্ব মেখল হুজুরের বাড়ীর মৃত জমির উদ্দিনের পুত্র উপজেলা আ.লীগের সহ প্রচার সম্পাদক মনছুর আলম চৌধুরীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালের দিকে গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বুধবার সন্ধ্যার দিকে গণমাধ্যম কে গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সম্পর্কিত খবর