বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অর্থনীতি

এস আলম গ্রুপের দখলে থাকাকালে হওয়া অনিয়ম তদন্তে ৪ নিরীক্ষক প্রতিষ্ঠান নিয়োগ

এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের দখল নেওয়ার পর যেসব অনিয়ম হয়েছে, সেগুলো তদন্তের জন্য চারটি নিরীক্ষক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদ।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে, প্রতিষ্ঠানগুলো ইসলামী ব্যাংকের সম্পদের হিসাব, ঋণ বিতরণের বৈধতা ইত্যাদি খতিয়ে দেখবে।

প্রতিষ্ঠানগুলো হলো মাহফেল হক অ্যান্ড কোম্পানি, পি কে এফ হালিম খায়ের চৌধুরী, এ ওয়াহাব অ্যান্ড কোম্পানি ও জোহা জামান কবির রশিদ অ্যান্ড কোম্পানি।

প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ, বৈদেশিক মুদ্রা পরিচালনা, মানব সম্পদ ব্যবস্থাপনা, কোষাগারের তহবিল ব্যবস্থাপনা ও অফশোর ব্যাংকিংসহ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা ও মূল্যায়ন করবে।

এছাড়াও আইটি, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর), যাকাত ব্যবস্থাপনাসহ অন্যান্য ক্ষেত্রগুলোও মূল্যায়ন করবে।

গত আগস্টে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।


সম্পর্কিত খবর