প্রবীর সুমন, দীঘিনালা(খাগড়াছড়ি): নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন -বিকেএ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে দীঘিনালায় অনুষ্ঠিত হয়েছে মেধা বৃত্তি প্রাপ্ত প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ, ক্রেস্ট প্রদান, গুণীজন সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার(৯ নভেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়ান খাগড়াছড়ি জেলা শাখা এ আয়োজন করে।
অনুষ্ঠানে আয়োজিত উপস্থিত ৬টি কিন্ডার গার্টেন ও ০১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় বৃত্তি প্রাপ্ত ১০১ জন কৃতি শিক্ষার্থীদের বিভিন্ন ধাপে সনদ, ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। তাছাড়া শিক্ষার প্রসারে বিশেষ অবদান রাখায় ৬জন অবসর প্রাপ্ত গুণী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতি জেসমিন চাকমা ও অন্যান্য অতিথির বক্তব্যে বলেন এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা নিয়ে যেমনি প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হবে তেমনি অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে, তাছাড়া সুশিক্ষার প্রসারে অনেকের নিশ্বার্থ অবদান রয়েছে আজকের অনুষ্ঠানের মধ্য তাদের সম্মান জানানোর প্রয়াস মাত্র। এতে শিক্ষার প্রসারে নিশ্বার্থ ভাবে কাজ করার জন্য মানুষ এগিয়ে আসবে, প্রতি বছর আমাদের এ আয়োজন চলমান থাকবে।
অনুষ্ঠানে জেসমিন চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সহ আরও অনেকেই ।