বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজনীতি

ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে- শওকত আলম শওকত

 

বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশে এবং দেশের নিরীহ জনসাধারণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বোয়ালখালীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

রবিবার (১০ নভেম্বর) দুপুর থেকেই সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বোয়ালখালী উপজেলা অফিস সংলগ্ন রোডের পাশে অবস্থান নেন নেতাকর্মীরা। এসময় তারা ফ্যাসিস্ট হাসিনা সহ আওয়ামী লীগের দোসর এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বোয়ালখালী উপজেলা শাখার বিএনপি’র সাবেক আহবায়ক জনাব শওকত আলম শওকত এর নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে জনাব শওকত আলম শওকত বলেন, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসর আওয়ামীলীগের নেতা কর্মী এবং তাদের নিষিদ্ধ অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে হত্যা, নির্যাতন, নিপীড়ন, ছাত্রাবাসে সিট-বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ-যৌন নিপীড়নসহ সব ধরনের অপকর্ম করেছে।

এসব অপকর্ম করে তারা দেশের রাজনীতি তথা ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে। অবিলম্বে এসব অপকর্মে জড়িত ফ্যাসিস্ট হাসিনাসহ আওমামী লীগের নেতা কর্মী, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও তাদের সহযোগীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। জনসাধারণের উদ্দেশ্যে তিনি আরো বলেন ফ্যাসিস্ট হাসিনা ভারতের বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

উক্ত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ আবু আকতার, মোঃ কফিল উদ্দিন চৌধুরী, মোঃ লোকমান, মোঃ মোর্শেদ, মোঃখালেদ, মোঃ ইউনুস, মোঃ ইয়াসিন আলী, মোঃ জাফর ইকবাল, মোঃ সাহেদ, মোঃ এরফান, মোঃ আব্দুল মাবুদ, মোঃ নাজিম উদ্দিন, মোঃ ইউনুস, মোঃ হৃদয় প্রমুখ।

বার্তা প্রেরক: মোঃ ইউনুস


সম্পর্কিত খবর