মিজানুর রহমান রামু: কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়-বাইশারী সড়কের ঈদগড় করলিয়া মুরা সম্রাট শাহসুজা ফুটবল স্টেডিয়ামের পাশে অনেক দূর থেকে চোখে পড়বে প্রায় একশ’ ফুট উচ্চতার তেলি গজারি গাছটি।
এটি চট্টগ্রামের সবচেয়ে বয়স্ক ও উঁচু গজারি গাছ যার নামকরণ করা হয়েছে আকাশ। রামু উপজেলার ঈদগড় রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে অবস্থিত প্রায় ২১৮ বছর বয়সী গাছটি সবার মন কেড়ে নিয়েছে।
২০০৬ সালে গাছটির বয়স দুইশত বছর পূর্ণ হওয়ার সময় গাছটির গোড়ায় ২২ ফুট আর উপরের অংশে ১৫ ফুট ব্যাস ছিল।
তখন গাছটির নাম আকাশ রাখা হয়, দেওয়া হয় বয়স ও উচ্চতাসংবলিত ফলক। এরপর থেকে আশপাশের মানুষ তো বটেই, দূর-দূরান্ত থেকে হাজারও দর্শনার্থীরা যাচ্ছেন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছটিকে এক নজর দেখার জন্য।
স্থানীয়রা জানান, একসময় পাহাড়ি ঘন বনের সব গাছ উজাড় হয়ে গেলেও সেখানে একমাত্র জীবিত ছিল ওই রাজসিক গাছটি। বন বিভাগ গাছটির নাম দেয় আকাশ। বিশেষ ঘোষণা সংবলিত ফলক লাগিয়ে গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য সাহায্য চাওয়া হয় এলাকাবাসীর।
সেই থেকে গাছটির প্রতি বৃক্ষপ্রেমীদের আগ্রহ বেড়েই চলছে। এ ছাড়া বিভিন্ন স্থান থেকে গবেষকরাও আসেন দেখার জন্য।
এখন গাছটির বয়স প্রায় ২১৮বছর। গাছের বয়স গণনার বিদ্যমান প্রণালি প্রয়োগ করে এর বয়স ধারণা করা হয়েছে। মূলত নৌকা ও জাহাজের নির্মাণে বেশি ব্যবহার হয় গজারি গাছের কাঠ।