আবদুর রহিম (চট্টগ্রাম বন্দর) ডবলমুরিং প্রতিনিধি: গতকাল বুধবার, ১৩ নভেম্বর চট্টগ্রাম কাস্টমসের উপ কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, শীতাতপ নিয়ন্ত্রিত কনটেইনারে আমদানি করা চার লাখ কেজি কমলা, মাল্টা, ম্যান্ডারিন ও ড্রাগন ফল পুঁতে ফেলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ।
কাস্টমস কর্মকর্তা জানান, ফলগুলো কয়েকবার নিলামে বিক্রির জন্য ওঠানো হয়েছিল, কিন্তু কাঙ্ক্ষিত দর না পওয়ায় আর বিক্রি হয়নি। তাই এসব ফল কনটেইনারে থাকতে থাকতে নষ্ট হয়ে যায়। ফলগুলো আগামী ১৮ নভেম্বর সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ডাম্পিং পয়েন্টে পুঁতে ফেলা হবে।
চট্টগ্রাম কাস্টম সূত্রে জানা যায়, ফলগুলো আমদানি করা হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে। ২১টি শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কনটেইনারে। এসব ফলের বর্তমান বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। আমদানিকারকরা জানা,এসব ফল নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও বন্দর থেকে খালাস করেননি। আর এসব ফল মামলা সংক্রান্ত জটিলতায় নিলামে ওঠাতেও অনেকটা দেরি হয়ে যায়। এর ফলে বেশির ভাগ নষ্ট হয়ে গেছে।
চট্টগ্রাম কাস্টম বিডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইয়াকুব চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমদানীকৃত এইসব ফল নিলামে ওঠানো হয়েছিল, কিন্তু নিলামে ওঠানোর আগে বেশির ভাগ ফল কনটেইনারে নষ্ট হয়ে যায়। এর ফলে বিডাররা ক্রয় করার আর আগ্রহ দেখাননি।