সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহানগর

“ডাক দিয়ে যাই” সংগঠনের পক্ষ থেকে বাউবি এইচএসসি নবিনবরণ অনুষ্ঠান উদযাপন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন “ডাক দিয়ে যাই” চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে বাউবি এইচএসসি ২৪ ব্যাচের নবিনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের ভি.পি. মোঃ পারভেজ খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাঃ শাহাদাত হোসেন, মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

সভাপতিত্ব করেন প্রফেসর তাহমিনা আক্তার নূর, অধ্যক্ষ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। প্রধান বক্তা ছিলেন কাজী জাকির হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, ডাক দিয়ে যাই। বিশেষ অতিথি ছিলেন মোঃ রেজা খান হেলালী, উপাধ্যক্ষ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এম জুবাইরুল ইসলাম , সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, মাহফুজুল কাদের সাইনুর, সহযোগী অধ্যাপক সমাজকর্ম বিভাগ, ফরহাদ হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি,চট্টগ্রাম অঞ্চল সাংগঠনিক সচিব, কেন্দ্রীয় কমিটি, আলী আহমদ শাহিন, চট্টগ্রাম বিভাগীয় প্রধান, মোহনা টেলিভিশন, সহকারী অধ্যাপক তাজরুল ইসলাম।


সম্পর্কিত খবর