বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খেলাধুলা

রাঙ্গুনিয়া ভরণছড়ি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

জাকেরুল ইসলাম জাকের, রাঙ্গুনিয়া প্রতিনিধি: ত্রুীড়ায় শক্তি ত্রুীড়াই বল মাদক ছেড়ে খেলতে হবে এই স্লোগানকে ধারণ করে রাঙ্গুনিয়া উপজেলার ১ নং রাজানগর ইউনিয়নের ভরণছড়ি এলাকায় ১৫ই নভেম্বর শুত্রুবার বিকাল ৩ঘটিকায় ভরণছড়ি মাঠে ভরণছড়ি এফসি কতৃর্ক আয়োজিত বিগবার ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে মাঠে গিয়ে খেলোয়াড়দের দিক নির্দেশনা মূলক বক্তব্য শেষে পরিচিতি হয়ে বল মেরে ফাইনাল খেলা উদ্বোধন করেন চট্টগ্রাম রাঙ্গামাটি ট্রাক মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী জাহেদুল আলম চৌধুরী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ১নং রাজানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইউনুচ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রেজাউল করিম, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মাসুদ শাকু, রাজানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জসিম উদ্দিন লিটন, রাজানগর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রাশেদুল ইসলাম, খেলা পরিচালনা কমিটির সদস্য মিজান, রুবেল, সাইফুল, ইব্রাহীম, আমিন, জমির, শাহে, দূর্জয়, ইমন সহ অন্যানরা।

ফাইনাল খেলায় সরাসরিভাবে প্রতিদ্বন্দিতা করেন রাণীরহাট লাল সবুজ ফুটবল একাদশ বনাম রাজানগর রাজঘাটা ফুটবল একাদশ, টান টান উত্তেজনার মধ্য দিয়ে ৩-০গোল ব্যবধানে রাণীরহাট লাল সবুজ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাপিয়ন হয় রাজানগর রাজঘাটা ফুটবল একাদশ, খেলা শেষে পুরস্কার বিতরণ ও চ্যাপিয়ন দলের মাঝে চ্যাপিয়ন ট্রপি তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।


সম্পর্কিত খবর