সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহানগর

বহদ্দারহাটে ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ

 

শিশির আজাদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর: আজ রোববার (১৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা নগরীর বাকলিয়া ও বহদ্দারহাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা কর্তন করায় ক্ষতিপূরণ আদায় করা হয়।

পরে বহদ্দারহাট এলাকায় রাস্তা ও ফুটপাত থেকে প্রায় দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে ১ ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


সম্পর্কিত খবর