সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহানগর

চট্টগ্রামের ম্যানোলা হিল নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের ম্যানোলা হিল নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্ট্যান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম। রবিবার দুপুরে চট্টগ্রামের জামালখানস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি বেসরকারি টিভি চ্যানেলে জিয়াদ উদ্দীন গংকে ম্যানোলা হিলের মালিক দাবি করে উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হয়েছে। মূলত ম্যানোলা হিলের স্ট্যান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেড আমাদের মালিকানাধীন প্রতিষ্ঠান। জিয়াদ উদ্দীন গং এই প্রতিষ্ঠান থেকে পারফিউম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের নামে ঘর ভাড়া নেন। কিন্তু তারা যথাসময়ে ভাড়া না দেয়ার কারণে প্রতিষ্ঠান থেকে তাদেরকে বিতাড়িত করা হয়। এরপর থেকেই মূলত তারা পতিত রাজনৈতিক শক্তির পেশীশক্তি ব্যবহার করে এই প্রতিষ্ঠান দখলে নেয়ার চেষ্টা করে। দখল চেষ্টায় ব্যর্থ হয়ে তারা আমাদের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে।

আমরা প্রশাসনের দ্বারস্থ হলে প্রশাসনের হস্তক্ষেপে তারা নমনীয় হলেও বিভিন্নভাবে আমাদের প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিদের হয়রানি করছে। আমরা তাদের এই অপপ্রচারে বিভ্রান্ত না হতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাই।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের সহযোগী মো. ইলিয়াছ তার বিরুদ্ধে জিয়াদ উদ্দীন গংকে হুমকি দেয়া এবং দখলে নেতৃত্ব দেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কোন প্রমাণ কেউ কখনও দেখাতে পারবে না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার হীন উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে।


সম্পর্কিত খবর