বুধবার , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

রাঙ্গুনিয়া মরিয়ম নগর মাইঝপাড়া ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

জাকেরুল ইসলাম জাকের, রাঙ্গুনিয়া প্রতিনিধি: ত্রুীড়ায় শক্তি ত্রুীড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের মাইঝপাড়া এলাকায় ১৮ই নভেম্বর সোমবার বিকাল ৪ঘটিকায় মরিয়মনগর কর্লপুলী মাঠে, কর্ণপুলি ক্লাব কতৃর্ক আয়োজিত ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে মাঠে গিয়ে খেলোয়াড়দের দিক নির্দেশনা মূলত বক্তব্য শেষে খেলোয়াড়দের সাথে পরিচিতি হয়ে বল মেরে ফাইনাল খেলা উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক ও ত্রুীড়ানুরাগি মোহাম্মদ সেকান্দর হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মরিয়ম নগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক যুবনেতা মোহাম্মদ এমরান হোসেন, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মরিয়ম নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল করিম রানা, ত্রুীড়া আলোচক হিসেবে বক্তব্য রাখেন মরিয়ম নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সার্জেন্ট আবুল হাশেম, অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়ম নগর চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইলিয়াস সওদাগর, মরিয়ম নগর ৭নং ওয়ার্ড় বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ময়ুর, ৬নং ওয়ার্ড় বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, মরিয়ম নগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শাহাদাতুর রহমান সোহেলসহ অন্যান্নরা।

ফাইনাল খেলায় সরাসরিভাবে প্রতিদ্বন্দিতা করেন কর্ণপুলি বন্ধু মহল বনাম মাইঝপাড়া ফুটবল একাদশ, আত্রুমন টু পাল্টা আত্রুমনের মধ্য দিয়ে গোল শূন ড্র হলে, রেফারির সিধান্তত্রুমে খেলা সরাসরি ট্রাইব্রুকারে গড়ায়, ট্রাইব্রুকারে মাইঝপাড়া ফুটবল একাদশকে ৩-২গোল ব্যবধানে পরাজিত করে চ্যাপিয়ন হয় কর্ণপুলি বন্ধু মহল।

খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ ও চ্যাপিয়ন দলের মাঝে চ্যাপিয়ন ট্রপি তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।


সম্পর্কিত খবর