মঞ্জুরুল ইসলাম লিটন লংগদু, রাঙামাটি প্রতিনিধিঃ ১৯ নভেম্বর মঙ্গলবার রাঙামাটি জেলাধীন লংগদু উপজেলা মাইনীমুখ ইউনিয়ন কালু মাঝির টিলা যুব সমাজের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়, নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টি আরম্ভ হয় রাত ৮ঃ৩০ মিনিটে, দক্ষিণ সোনাই সরকারি প্রাঃ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।
পুরো এক মাস ব্যাপী নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট চলার পর, অবশেষে কাজী নজরুল স্পোর্টিং ক্লাব বনাম ইসলামাবাদ একাদশ ফাইনালে দুটি দল মুখোমুখি হন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ,
বিশেষ অতিথি: লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন,ও লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ অন্যান্য অতিথিবৃন্দরা।
খেলা শুরুর দিক থেকে শক্তিশালী দুটি দলের ভিতর হাড্ডা হাড্ডি লড়াই চলে এক পর্যায়ে ১-১ গোলে ম্যাচ ড্র করে সমঝোতায় আসে শক্তিশালী দুই দল। পরবর্তীতে টাইব্রেকারে কাজী নজরুল স্পোর্টিং ক্লাব প্রতিপক্ষ দলকে ১-০ গোলে হারিয়ে বিজয় নিশ্চিত করেন।
উক্ত মিনিবার ফাইনাল নাইট ফুটবল টুর্নামেন্টের ম্যাচ সেরা খেলোয়াড় হন শাকিব হোসেন মান্নান, ফাইনাল টুর্নামেন্ট ম্যান অফ দা ম্যাচ সিহাব, ও সেরা গোলদাতা কৃর্পা চাকমা।
খেলা শেষে উভয় টিমের প্রতিটি খেলোয়াড়দের মাঝে ম্যাডেল সহ নগদ অর্থ ও প্রাইজমানি হাতে তুলে দেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ সহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দরা।