বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আরও

নাগরিক প্লাটফর্মের আয়োজনে ঘাগড়া কলেজে বিতর্ক প্রতিযোগিতা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

রকিব উদ্দিন রকি, রাঙামাটি: রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া কলেজে নাগরিক প্লাটফর্মের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদের মধ্যে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আস্থা সিভিক প্লাটফর্ম কমিটির আয়োজনে এবং আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের সহযোগিতায় এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।

গতকাল বৃহস্পতিবার কলেজের সম্মেলন কক্ষে “দক্ষ যুবক গড়বে দেশ, সমৃদ্ধ বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ চায়না চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সাবেক মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান।

প্রধান অতিথি বলেন, আজকে যারা যুবক আগামী দিনে এই যুবকেরাই দেশ গড়বে। দক্ষ যুবকেরা দেশ ও বিদেশে তাদের মেধাশক্তি কাজে লাগিয়ে সম্পদ অর্জন করতে পারবে। যারা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছ তারা সবাই ভাল করেছে। এই ধরনের অনুষ্ঠান প্রতিনিয়ত অব্যাহত রাখতে হবে। এই কলেজের শিক্ষার্থীরা আগামীতে আরো ভালো করবে এ প্রত্যাশা রাখছি। তোমরা পড়া লেখার পাশাপাশি খেলাধুলা ও বিতর্ক অনুষ্ঠানে অংশ গ্রহন করবে এই প্রত্যাশা করছি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ চায়না চাকমা, সাংবাদিক হিমেল চাকমা, বিহারী চাকমা, এনিজও কর্মী নুকু চাকমাসহ আরো অনেকে। এছাড়াও আস্থা সিভিক প্লাটফর্ম কমিটির সদস্য ও কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন। বক্তারা বলেন, নতুন হিসেবে তারা বিতর্ক অনুষ্ঠানে অনেক ভাল করেছে। আগামীতে তারা আরো ভালো করবে এই প্রত্যাশা করছি।

বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন, পক্ষদলের দল নেতা- মাহামুদুর রহমান সাকিব এর নেতৃত্বে প্রথম বক্তা হিসাবে বক্তব্য রাখেন পিংকি তঞ্চঙ্গা এবং দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন ননন্দা চাকমা। অপরদিকে বিপক্ষদলের দল নেতা-প্রমিত চৌধুরীর নেতৃত্বে বক্তব্য প্রদান করেন রূপসী চাকমা ও প্রঞ্জা চাকমা। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বিপক্ষে দল ও শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন পক্ষ দলের দল নেতা- মাহামুদুর রহমান সাকিব।

বিতর্ক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও দক্ষ যুবক সমৃদ্ধ দেশ গঠন করতে ভূমিকা রাখবে এই দেশের যুবকেরা। নৈতিক অভক্ষয় সমাজে দুরবস্থা ডেকে আনতে পারে। যুব সমাজ চাইলে দেশ গড়তে যুগান্তকারী পদক্ষেপ গড়ে তুলতে পারে। দক্ষ যুবক তৈরি করতে পারলে বিদেশ থেকে মুদ্রা আয় করা সম্ভব। প্রবাসী বাংলাদেশীরা রেমিটেক্স পাঠিয়ে দেশের অর্থনীতি সমৃদ্ব করছে। একজন দক্ষ যুবক দেশ গড়ার কারিগর। দক্ষ যুবক গড়তে বৈষম্য দূর করতে হবে। পর্যাপ্ত সরঞ্জাম ও যোগ্য মেধাবি দক্ষ যুবক তৈরি করতে সরকারের ভূমিকা অপরিসীম। যুবকদের সাথে নারীদেরকে ও স্বাবলম্বী করে তুলতে পারলে তারাও দক্ষ যুবক সমাজ গড়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুগান্তকারী ভূমিকা পালন করবে।


সম্পর্কিত খবর