গণতন্ত্র ও ইনসাফের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রত্যয়ে স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (SAD) আজ (২১ নভেম্বর) ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। SAD-এর কেন্দ্রীয় আহ্বায়ক জোবাইরুল হাসান আরিফ এবং কেন্দ্রীয় সদস্য সচিব আবির বিন জাবেদ এই কমিটির অনুমোদন প্রদান করেন।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:
– অহ্বায়ক: খোবাইব হামদান
– যুগ্ম আহ্বায়ক: সায়েমুল হক
সদস্য সচিব: তৌহিদুল ইসলাম জনি
– যুগ্ম সদস্য সচিব: ফারহান ফুয়াদ
– মুখপাত্র: শিশির আজাদ চৌধুরী
কমিটির সদস্যপদে চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ১৬ জন অন্তর্ভুক্ত রয়েছেন। এরা হলেন: আতিকুর রহমান চৌধুরী, সানাউল হক সামির, মৌমিতা চৌধুরী সুপ্তি, নাঈমুল ইসলাম জিহাদ, আব্দুল্লাহ জায়েদ হোসেন সিয়াম, সাইফুল ইসলাম হৃদয়, যুবায়ের হোসেন, মাহতাব উদ্দীন, তাহাসিন মর্তুজা, সিফাতুল্লাহ সাবিত, মাহমুদুল ইসলাম, খান সালেহিন রাফসান, ইরফান উদ্দীন, মোহাম্মদ ইহতিশাম, শাফাত ইয়ামিন, শিহাব হোসাইন।
স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (SAD) প্রতিষ্ঠিত হয় জুলাই আন্দোলনের স্পিরিটকে জিইয়ে রাখার উদ্দেশ্যে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রনেতা নাহিদ ও আসিফের গ্রেফতারের পর আন্দোলন থেমে যাওয়ার শঙ্কায় একদল সাহসী তরুণ গণতন্ত্র, ইনসাফ এবং ন্যায়বিচারের লক্ষ্যে এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার লক্ষ্যে SAD গঠন করেন। সংগঠনের মূল লক্ষা:
১. জুলাই আন্দোলনের অভিপ্রায় বাস্তবায়ন।
২. গণতন্ত্র ও ইনসাফের দীর্ঘ যাত্রাকে পরিপূর্ণ ও সফল করা
৩. জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করা
চট্টগ্রাম SAD-এর অন্যতম প্রাণকেন্দ্র। এই চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় ছাত্র, যুবসমাজ, এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করার দায়িত্ব পালন করবে আহ্বায়ক খোবাইব হামদান বলেন, “আমাদের লক্ষ্য হলো চট্টগ্রাম দক্ষিণে গণতন্ত্র ও ইনসাফের পক্ষে শক্তিশালী আন্দোলন গড়ে তোলা এবং জুলাই আন্দোলনের স্পিরিটকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়া ও প্রতিষ্ঠিত করা।”
SAD আশা করে যে, চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অগ্রণী ভূমিকা পালন করবে।