রকিব উদ্দিন রকি রাঙামাটি: রাঙামাটির ঋতুপর্ণা, রুপনা, খাগড়াছড়ির মনিকা চাকমাসহ সাফজয়ী পাহাড়ের কৃতি নারী ফুটবলারদের আগমণে তাদের সংবর্ধনা দিতে আগামীকাল শনিবার সকালে রাঙামাটিতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠ হতে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাদের বরণ করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারী স্টেডিয়ামে পাহাড়ের ৫ নারী ফুটবলারকে সংর্বধনা দেবেন জেলা প্রশাসন।
সংবর্ধনা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় রয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি রিজিয়ন, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশ প্রশাসন। সাফ জয়ী নারীদের আগমনে রবরব সাজে সেজেছে মারী স্টেডিয়াম। নারী ফুটবলারদের আগমনে গোটা পথ ছেয়ে গেছে ফেস্টুন ব্যানারে। সাজানো হয়েছে বিশাল মঞ্চ ও আয়োজন করা হয়েছে সংস্কৃতির অনুষ্ঠানের আসর।
রাঙামাটির চিংহ্লামংমারী স্টেডিয়ামে সর্বজণীন সবংর্ধনার আয়োজন করেছেন জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার বিকালে সাফ জয়ী নারীদের সংর্বধনা অনুষ্ঠান মঞ্চ সরেজমিনে ঘুরে দেখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
জেলা প্রশাসক বলেন, ঋতুপর্ণা, রুপনা, মনিকাসহ পাহাড়ের কৃতি নারী ফুটবলাররা পুরোজাতির গর্ব ও অহংকার। আমরা সবসময় তাদের পাশে থাকবো। তাদের এই অর্জনকে সম্মান দেওয়া কর্তব্য সকলের। গত দুই-তিন দিন ধরে তারা বাড়ি ফিরছেন। তাই তাদের জন্য সর্বজণীন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আমি তাদের সর্বাঙ্গীণ সাফল্য ও মঙ্গল কামনা করি।
এবারও তারা নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বার নারী সাফ ফুটবলে শিরোপা জিতেছেন বাংলাদেশের মেয়েরা। চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পাশাপাশি অর্জন করেছেন সেরা পুরস্কারও। এর আগে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর একই মাঠে একই প্রতিপক্ষ স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ শিরোপা জিতে ছিলেন বাংলাদেশের কৃতি নারী ফুটবলাররা।
মোবাইল : 017 99 59 59 ইমেইল : [email protected]
www.chattogrampost.com facebook.com/DainikChattogramPost
Copyright © 2025 দৈনিক চট্টগ্রাম পোস্ট. All rights reserved.