বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খেলাধুলা

রাঙ্গুনিয়া বনগ্রাম শর্টপিচ ত্রুিকেট টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জাকেরুল ইসলাম জাকের, রাঙ্গুনিয়া প্রতিনিধি: ত্রুীড়ায় শক্তি ত্রুীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে ধারণ করে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের বনগ্রাম এলাকায় জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদের স্বরণে চাষীফার্ম ভিক্টোরিয়া ক্লাব কতৃর্ক আয়োজিত দিবারাত্রি শর্টপিচ ত্রুিকেট টুনামেন্টের ফাইনাল খেলা ২২শে নভেম্বর শুত্রুবার রাত ১১ঘটিকায় বনগ্রাম চাষী ফার্ম মাঠে অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের ৯নং ওয়ার্ড় বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বালি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা মোজাফফর চৌধুরী, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নুর তালুকদার মনি, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বনগ্রাম ওয়ার্ড় বিএনপির সভাপতি মাহমুদ হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, সাইফুদ্দিন, এরফান, মিজানুর রহমান, মুসলিম উদ্দিন, মোহাম্মদ লোকমান, শাহাদাৎ হোসেন, ইলিয়াস কাঞ্চন, দিদারুল আলম মেম্বার, মোহাম্মদ সেলিম, ইয়াছিন আরাফাত, মোহাম্মদ শাহেদ সহ অন্যান্নরা।

ফাইনাল খেলায় সরাসরিভাবে প্রতিদ্বন্দিতা করেন চন্দ্রঘোনা গ্রীন চিলি একাদশ বনাম দক্ষিণ রাউজান একাদশ, গ্রীন চিলি একাদশ ট্রসে জিতে ৪ওভার মোকাবিলা করে ৩ইউকেটে ৩২রান সংগ্রহ করে ৩৩রানের থার্গেট দেয়, পরে রাউজান একাদশ ৩ওভার মোকাবিলা করে ২উইকেটে ৩৩রান করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ ও চ্যাম্পিয়ন দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।


সম্পর্কিত খবর