বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

ইসরায়েলি বর্বরতায় লেবাননে নিহত আরও ৩৩

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সর্বশেষ হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরও ৩৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে বৈরুতে হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

আর লেবাননের পূর্বাঞ্চলে প্রাণ হারিয়েছেন আরও ১৩ জন। আহত হয়েছেন আরও বহু মানুষ। রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলায় বৈরুতের মধ্যাঞ্চলে ২০ জন এবং পূর্ব লেবাননে হওয়া হামলায় আরও ১৩ জন নিহত হয়েছেন বলে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

নিহতদের মধ্যে আটজন — যাদের মধ্যে চারজন শিশু — চিমস্টার গ্রামে হামলায় নিহত হয়েছেন এবং বোদাই গ্রামে হামলায় আরও পাঁচজন মারা গেছেন বলে শনিবার লেবানিজ এই মন্ত্রণালয় জানিয়েছে। দুটি গ্রামই বালবেক জেলায় অবস্থিত।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী বৈরুতের কেন্দ্রস্থলে ঘনবসতিপূর্ণ এলাকায় একটি আবাসিক ভবনকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ভবনটি ধনে পড়ে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। বৈরুতে হওয়া এই হামলায় অন্তত ২০ জন নিহত ও আরও ৬৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বেচ্ছাসেবক এবং উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের মধ্যে বুলডোজার দিয়ে খনন করে এবং ভারী সরঞ্জাম ব্যবহার করে বেঁচে থাকা লোকদের খুঁজছিলেন।

এছাড়া হামলার পর আশপাশের এলাকা থেকে হতাহতদের শরীরের বিভিন্ন অংশও শনাক্ত করার কাজ চলছে জানিয়ে মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক বিবৃতিতে বলেছে, এসব অঙ্গ-প্রত্যঙ্গ ডিএনএ পরীক্ষা করার পরেই নিহতের মোট সংখ্যা নির্ধারণ করা যাবে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, “রাজধানী বৈরুত ভয়ঙ্কর গণহত্যার সাক্ষী হয়েছে। ইসরায়েলি শত্রুদের বিমান বাহিনী বাস্তা এলাকার আল-মামুন স্ট্রিটে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি আট তলা আবাসিক ভবন সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।”

বৈরুত থেকে আল জাজিরার জেইন বসরাভি বলেছেন, শক্তিশালী এই হামলায় ধ্বংস হওয়া ভবনের আশপাশের ফ্ল্যাটের ব্লকগুলোরও ব্যাপক ক্ষতি হয়েছে। উদ্ধারকর্মীরা এবং প্যারামেডিকরা এখনও হামলাস্থলে রয়েছেন।

মূলত গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়।

এছাড়া গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইসরায়েলি সেনাসদস্যদের হত্যার পাশাপাশি ইসরায়েলের বেশ গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি।

গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩ হাজার ৬৭০ জন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে। আহত হয়েছেন আরও প্রায় সাড়ে ১৫ হাজার লেবানিজ।

লেবাননে ইসরায়েলি হামলায় ১০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এমন অবস্থায় যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে অনেক দূরেও ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান।


সম্পর্কিত খবর