মোঃএকরামুল হক চট্টগ্রাম, হাটহাজারী প্রতিনিধিঃ শনিবার সকালের দিকে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের আবুল কালাম (৭৫) সওদাগর এবং মো.সফিউল আলম (৭৬) নামের দুই বীর মুক্তিযোদ্ধা বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন।
বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল কালাম সওদাগর উপজেলার ধলই ইউপির ৯ নং ওয়াডস্থ সোনাইরকুল এলাকার আসাদ আলী মিস্ত্রির বাড়ির তফজ্জল আহাম্মদের এবং মরহুম সফিউল আলম একই ইউপির ৪নং ওয়ার্ডের শফিনগর গ্রামের হিম্মত চৌধুরী বাড়ির সুলতান আহাম্মদের পুত্র।
তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রামের জেলা মুক্তিযোদ্ধা সংসদ, হাটহাজারী মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধাবৃন্দ, চট্টগ্রাম মুক্তিযোদ্ধার সন্তান কমাণ্ড, হাটহাজারীর সকল মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ।
একইদিন শনিবার ধলইয়ের সোনাইরকুলস্থ ফোরক আহাম্মদ চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গন জোহর নামাজের পর বেলা দুইটার দিকে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল কালাম সওদাগরের এবং একইদিন বিকাল চারটার দিকে শফিনগরের হযরত শাহ মনোহর (র:) মাজার প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা মরহুম মো.সফিউল আলমের জানাযা নামাজ শেষে স্ব স্ব পারিবারিক কবরস্থান দাফন করা হয়।
জানাযা নামাজের পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও এবিএম মশিউজ্জামানের উপস্থিতিতে চট্টগ্রাম জেলা পুলিশের একটি দল ওই দুই বীর মুক্তিযোদ্ধার কফিনে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন।