চট্টগ্রাম মহানগরে ষোলশহর হতে বিপ্লব উদ্যান পর্যন্ত ‘স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (SAD) – চট্টগ্রাম মহানগর’ এর উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উগ্র ইসকনপন্থী সন্ত্রাসীদের সাম্প্রতিক হামলা, হত্যা ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিল ও সমাবেশে চট্টগ্রামের সর্বস্তরের শিক্ষার্থী, সচেতন নাগরিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে SAD – চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সাইফুল ইসলাম সাজিদ বলেন, “ধর্মীয় সংগঠনের নামে সন্ত্রাসী তৎপরতা কোনোভাবেই বরদাশত করা হবে না। তা সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ, যে পরিচয়েরই হোক না কেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচারের মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”
তারা দাবি জানান:
১. ইসকনপন্থী সন্ত্রাসীদের হামলায় জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করা।
২. ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় কার্যকর ও সুসংগঠিত পদক্ষেপ গ্রহণ।
৩. ভবিষ্যতে এ ধরনের উগ্রবাদী কার্যক্রম ও মব ট্রায়াল প্রতিরোধে কার্যকর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ।
সমাবেশে উচ্চারিত স্লোগানগুলো ছিল:
– “হিন্দু-মুসলিম জনতা, গড়ে তোলো একতা।”
– “জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না।”
– “ফ্যাসিবাদের সঙ্গী, ইসকন তুই জঙ্গি।”
স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (SAD) এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জামির উদ্দিন বলেন, “উগ্রবাদের বিরুদ্ধে সামাজিক ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়।” SAD এর কেন্দ্রীয় মুখপাত্র জগলুল আহমেদ বলেন, “ধর্ম, জাতি, বা গোষ্ঠীর পরিচয়ের আড়ালে সন্ত্রাস, হত্যা ও উগ্রতা কোনোভাবে মেনে নেওয়া যাবে না।” SAD সকল ধর্ম, গোষ্ঠী ও সম্প্রদায়ের শান্তিপ্রিয় মানুষকে দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।
সমাবেশে উপস্থিত সাধারণ মানুষ উগ্রপন্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন এবং সরকারের প্রতি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।