২৭ নভেম্বর বুধবার সকাল ১০ ঘটিকা হতে রাঙামাটি, লংগদু উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত হয় লংগদু পাবলিক লাইব্রেরি মিলয়াতনে।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার্স ইনচার্জ, লংগদু বর্ডার গার্ড কর্মকর্তা, লংগদু প্রেস ক্লাবের সভাপতি / সাধারণ সম্পাদক, লংগদু আনসার ব্যাটালিয়ন কর্মকর্তা, লংগদু ফায়ারসার্ভিস কর্মকর্তা, মাইনীমুখ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ অন্যান্য শিক্ষকবৃন্দরাও।
এ সময় প্রেস ক্লাবের সভাপতি এবি এস মামুন বলেন লংগদু উপজেলায় বিগত দিনে ভূমি অফিসে গ্রাহক সেবা নিতে এসে ভোগান্তির শিকার হয়েছে অনেক সাধারণ মানুষ। সাধারণ মানুষ বি়ভিন্ন দূর দুরন্ত থেকে এসে সঠিক সেবা পায়না, বিভিন্ন মাধ্যম ধরে জায়গার কাগজ করতে হয় টাকার মাধ্যমে। সাধারণ মানুষ যাতে তাদের ন্যায্য অধিকার, সেবা সঠিকভাবে পায় সে ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সদয় দৃষ্টি রাখতে বলেন।
উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ বলেন, বর্তমান ভূমি অফিসে গ্রাহক সেবার ক্ষেত্রে আমি খুবই সচেতন, আমাকে যেকোনো সময় পাবেন,সাধারণ মানুষ যাতে হয়রানি না হয় সে ব্যাপারে নজরদারি থাকবে। সবশেষে আইনশৃঙ্খলা বাহিনীদের উপজেলার সার্বিক বিষয়ে নজর রাখার নির্দেশনা প্রদান করেন।