মোহাম্মদ নিয়াজ, চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ে ইসকন ও পুলিশের ধাওয়ার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদ সাইফুলকে একা পেয়ে ইসকন সমর্থকরা সাইফুলকে নির্মমভাবে হত্যা করে।
আজ নগরীর বিভিন্ন জায়গায় শহীদ সাইফুলের জানাজা সম্পন্ন হয়। তার জানাজায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস ও হাসনাত এবং জামায়াতে ইসলামীর চট্রগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী ও নগরীর মেয়র ডা. শাহাদাত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নগরীর বিভিন্ন জায়গায় জানাজা শেষ হয়ে শহীদ সাইফুলের লাশ পিরে তার নিজ এলাকা চুনতি।সেখানে তার জানাজা ও দাপন সম্পন্ন হয়।
শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা, দাপন এবং কবর জেয়ারত সম্পন্ন করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করার অভিযোগ করেন এলাকার মানুষ।