বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলা-উপজেলা

আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলনমেলা উদযাপন

জে.এম জাবেদ, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন”র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এক বর্ষপূর্তি অনুষ্ঠান ও মিলনমেলার আয়োজন করা হয়।

এসময় এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাবিব উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও এনএসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আবচার চৌধুরী৷ এর আগে জাতীয় পতাকা উত্তোলণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্ধোধন করেন আইডিইবি কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সদস্য মোঃ ছলিম আল আনোয়ার ও রিয়াজুল আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া ইঞ্জিনিয়ারস এর ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ কাইয়ুম, আইডিইবি কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আবদুল্লাহ টিটু, শওকত আলী জুয়েল, মাহমুদুল হাসান রুমী, আনোয়ারুল আজিম শান্ত এবং বাঁশখালী ইঞ্জিনিয়ার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠান শেষে  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ স্বারক প্রকাশনা ” ইঞ্জিনিয়ার্স ভয়েস” এর মোড়ক উন্মোচন করা হয়।


সম্পর্কিত খবর