বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলা উপজেলা

দীঘিনালায় বিকেএ এর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রবীর সুমন, দীঘিনালা, প্রতিনিধি: বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন(বিকেএ) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে দীঘিনালা উপজেলায় প্রাথমিক ও নিম্ম মাধ্যমিকের ১৯৭ জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর শুক্রবার উপজেলা মাইনী কিন্ডার গার্টেন স্কুল কেন্দ্রে ৩টি সরকরী প্রাথমিক বিদ্যালয়ের ১২জন ও ৬টি কিন্ডার গার্টেন স্কুলের ১৮৫জন মোট ১৯৭ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এই পরিক্ষা অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টার দিকে পরিক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায় বিদ্যালয় গেটের বাইরে বাহিরে অপেক্ষারত দুই শতাধিক অভিভাবক। তাদের মধ্যে কথা হয় মোঃ শাহাজান ফরাজীর সাথে। তিনি বলেন আমার সন্তান পঞ্চম শ্রেণী থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। খুবই উৎসব মুখর পরিবেশে এবং সুশৃঙ্খল ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এতে আমরা খুবই আনন্দিত। এই পরিক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হবে।

পরীক্ষা কেন্দ্রে দ্বায়িত্বরত শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম জানান, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন(বিকেএ) প্রতি বছর এই পরিক্ষার আয়োজন করে থাকে। মেধা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুলে, প্রথম, দ্বিতীয় তৃতীয় ও সাধারণ এই ৫ ক্যাটাগরিতে বৃত্তি পুরষ্কার দিয়ে থাকি।

বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন(বিকেএ) খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি বলেন সকল ধরনের শিক্ষার্থীরা যেন এই মেধা বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করিতে পারে সেই জন্য ৫ক্যাটাগরীতে পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এই সুশিক্ষার প্রসারে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।


সম্পর্কিত খবর