প্রবীর সুমন, দীঘিনালা প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালার প্রধান বাণিজ্যিক কেন্দ্র দ্বিতীয় চাক্তাই বলে পরিচিত বোয়ালখালী নতুন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সুভাষ সাহা ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গনতান্ত্রিক প্রক্রিয়ায় বাজার পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সাহা ২১৬ ভোট পেয়ে চেয়ার প্রতীকে বিজয়ী হন। অপরদিকে ২০৩ ভোটে মাছ প্রতীকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন মোঃ আলমগীর হোসেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত মো.জাহিদুল ইসলাম,দফতর সম্পাদক হয়েছেন মো.আবদুর রহিম। সদস্য নির্বাচিত হয়েছেন বিষ্ণু চক্রবর্তী। বাজার পরিচালনা কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।
প্রধান নির্বাচন কমিশন জেসমিন চাকমা বলেন, ” সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অত্যন্ত সুন্দর ও নিরবিচ্ছিন্ন উৎসবমুখর পরিবেশ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।”
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রার্থী,ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।