রকিব উদ্দিন রকি, রাঙামাটি: রাঙামাটি জেলার চন্দ্রঘোনা- বাঙালহালিয়া সড়কের রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ শিক্ষার্থী নিহত ও ৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আসা পর্যটকবাহী বাস এবং একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে।
পুলিশ জানায়, দুর্ঘটনা ঘটে শুক্রবার সকাল ১১ টা ৪৫ মিনিটের দিকে। সিএনজি ও বাসের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন ২০ বছর বয়সী শিক্ষার্থী পাইমে মারমা। তিনি বান্দরবান জেলার সদর উপজেলার বালাঘাটা ঘোয়াইংগ্যা পাড়ার ক্য চিং নু মারমার মেয়ে। বর্তমানে তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া কলেজের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারে অধ্যয়নরত ছিলেন। নিহত শিক্ষার্থীর পরিচয় তার ব্যবহৃত ব্যাগে থাকা আইডি কার্ডের মাধ্যমে শনাক্ত করা হয়।
চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, দুর্ঘটনায় আহত ৪ জন যাত্রী এবং সিএনজি চালককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চট্টগ্রাম থেকে আসা পর্যটকবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৫- ৫০০৬) এবং বাঙালহালিয়া থেকে চন্দ্রঘোনা ফেরিঘাটের দিকে যাওয়ার সময় সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক শিক্ষার্থী নিহত হন এবং অন্যান্য যাত্রী আহত হন।
পুলিশ মরদেহ থানায় এনে পরবর্তী সময় ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করবে। এছাড়া, বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে, এবং সিএনজি বর্তমানে থানা হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন ওসি।
মোবাইল : 017 99 59 59 ইমেইল : [email protected]
www.chattogrampost.com facebook.com/DainikChattogramPost
Copyright © 2025 দৈনিক চট্টগ্রাম পোস্ট. All rights reserved.