বুধবার , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলা উপজেলা

সাইফুল হত্যার প্রতিবাদে বায়েজিদ থানা ছাত্রসমাজের বিক্ষোভ সমাবেশ

হিন্দুত্ববাদী সংগঠন ইসকন কতৃক এডভোকেট সাইফুল ইসলাম হত্যা ও সৃষ্ট নৈরাজ্যের প্রতিবাদে বায়েজিদ থানা ছাত্র সমাজ আজ শুক্রবার (২৯ নভেম্বর) একটি প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করে। সমাবেশে যোগদান করে সকল রাজনৈতিক পরিচয়ের ছাত্রবৃন্দ।

বায়েজিদ থানাস্থ বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল আসা শেষে শান্তিপূর্ণ সমাবেশ অক্সিজেন পুলিশ ফাড়ির সামনে অনুষ্ঠিত হয়।

সমাবেশে মাশরুর আনোয়ার চৌধুরী নামের এক ছাত্র বলেন, “আওয়ামিলীগের ছত্রছায়ায় উগ্র হিন্দুত্ববাদ আমাদের উপরে ঝেকে বসেছে। সেই সুযোগ নিয়ে স্বৈরাচার সমর্থিত সকলে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। আমাদের সম্প্রীতির নিরবতাকে যাতে কেউ দূর্বলতা মনে না করে।”

ছাত্র প্রতিনিধি সুলতানুল আরেফিন বলেন, ” আমাদের আন্দোলনকে ভূলুন্ঠিত করার জন্য হাসিনা রেজিমের পালিত সন্ত্রাসীরা সম্প্রীতি বিনষ্ট করতে চাচ্ছে। ঐক্যবদ্ধভাবে আমাদের এই হুমকি গুলার মোকাবেলা করতে হবে।”

নাহিদ বলেন, ” যুগে যুগে ঠিক একইভাবে অপশক্তিরা আমাদের ধৈর্য্যের পরীক্ষা নিয়েছে। আমাদের যুদ্ধ শেষ হয়নি। সুন্দর সমৃদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার পূর্ব পর্যন্ত আমাদের সংগ্রাম চলমান থাকবে।

শেষ বক্তব্যে রাফসান বলেন, ” আমাদের ভাতৃত্বের যে সম্পর্ক সেটা অক্ষুন্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকা জরুরী। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যেমন রাজনৈতিক ব্যানারের বাহিরে এসে যুদ্ধ করেছি, দেশের যেকোনো প্রয়োজনে রাজনৈতিক ব্যানার ফেলে দিয়ে আমরা আবার একতাবদ্ধ হবো।” তিনি আরো বলেন, “অন্তবর্তীকালিন সরকার ও প্রশাসনের নিরব ভূমিকা আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে। দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।”

উক্ত সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ন ভাবে সমাপ্ত হয়।


সম্পর্কিত খবর