সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয়

সাজেক থেকে ফিরেছে আটকে পড়া ৫শতাধিক পর্যটক

প্রবীর সুমন, দীঘিনালা প্রতিনিধি: নিরাপত্তাজনিত কারণে সাজেকে আটকে পরা ৫ শতাধিক পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ি ফিরতে শুরু করেছে। বুধবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় প্রায় ৫ শতাধিক পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দ্যেশে রওনা হয়।

সাজেকে দুইটি আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে গোলাগুলি কারণে নিরাপত্তা গতকাল সাজেক থেকে কোন পর্যটক ফিরতে পারেনি।

এর আগে মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা প্রশাসনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বুধবার পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। সাজেক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার স্বার্থে এমন সিন্ধান্ত নেয়া হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন ,‘গতকাল যারা ফিরতে পারেনি তারা আজকে ফিরতে শুরু করেছে। বুধবার পর্যটকদের ভ্রমণে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা বাড়ানো হবে কিনা তা এখনো সিন্ধান্ত হয়নি। রাতের মধ্যে সিন্ধান্ত জানানো হবে।

তবে আজকে কোন পর্যটক সাজেক যায়নি। এর আগে গত দেড় মাস বন্ধ থাকার পর ৫ নভেম্বর থেকে সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়।


সম্পর্কিত খবর