সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা উপজেলা

দীঘিনালায় ট্রাক্টর উল্টে মালিক নিহত, আহত ৪

প্রবীর সুমন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিবেদক: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নিজের ট্রাক্টরের নিচে পড়ে মালিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন দীঘিনালা থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ নুর উদ্দিন।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ১নং মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেতছড়ি ৪নং ওয়ার্ডের বাঁচা মেরুং বৌদ্ধসিং পাড়া থেকে কাট বোঝাই ট্রাক্টর নিয়ে বেতছড়ি আসার পথে বাচাঁ মেরুং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে ট্রাক্টরটি। এতে ঘটনা স্থলেই ট্রাক্টর মালিক নিহত হয়েছে বলে জানা যায়। তবে চালক এবং ট্রাক্টর উভয়ে অবৈধ এবং লাইসেন্স বিহীন।

নিহত ব্যক্তি হলেন বেতছড়ি পশ্চিম পাড়া এলাকার মৃত রফিকের ছেলে মোঃ মনির হোসেন।

এ ঘটনায় একই ওয়ার্ডের মোঃ তজিম উদ্দিন(২৫), মোঃ ইউনুস(২৬), মোঃ সিরাজ(২৭), আলাউদ্দিন(২৮) আহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জয় চৌধুরী বলেন, হাসাপাতালে আনার পূর্বেই মোঃ মনির হোসেন মৃত্যুবরণ করেন।

দীঘিনালা থানা পুলিশের উপপরিদর্শক নুর উদ্দিন জানান, নিহতের স্ত্রী মাহফুজা(৩২) ভবিষ্যতে আইনি কোন জটিলতা তৈরি করবে না শর্তে ময়নাতদন্ত না করার আবেদন করেন।
নিহতের পরিবার ময়নাতদন্ত না করার আবেদনে করায় আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


সম্পর্কিত খবর