শনিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আরও

৩৭ বছর ধরে নেট জাল তৈরি শিল্পকে আঁকড়ে ধরে রেখেছেন – আনোয়ারার মনসুর আলী

জে.এম জাবেদ, আনোয়ারা: মোঃ মুনছুর আলী ৫১ বছর ছুঁইছুঁই।তিনি সি আই তারে নেটের জালির তৈরি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন ৩৭ বছর ধরে। অল্প আয়ে সংসার চালাতে গিয়ে সন্তানদের শিক্ষিত করতে পারেনি।আগে মতো কাজ না থাকার কারণে এখন সংসার চালানো বেশ কষ্টকর হয়ে পড়ছে মনসুর আলী পক্ষে।

জাল বুনছে মনসুর আলী

জানা যায়, মোঃ মুনছুর আলী বাড়ি জুঁইদন্ডী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মধ্য জুঁইদন্ডীতে।তিনি ৩ ছেলে ও ২ মেয়ের জনক।অভাবের সংসারের মেঝ ছেলেটা অল্প পড়াশোনা করেছে। আর ছোট মেয়েটা পড়াশোনা করতেছে।এলাকায় ছোট ছোট মেয়েদের দিন কাটে খেলাধুলায় ও উল্লাসে আর ছোটাছুটিতে।অন্যদিক ছোট মেয়েটি দিন কাটে পরিবারের মা,বাবা এবং ভাইদের কাজ করে।

 

সরেজমিনে গিয়ে কথা হয় মোঃ মনসুর আলী সাথে।তিনি স্ত্রী, ২ছেলে এবং ছোট মেয়েকে নিয়ে সি আই তার দিয়ে নেটের জাল তৈরি করতেছে।৩৫-৪০ ফুটে লম্বা ওপর টিন চারিদিকে খোলা জায়গায় নেটের জাল তৈরির কারখানা।নেই কোন বিদ্যুৎ সংযোগ পেশির শক্তি দিয়ে বানানো হচ্ছে বালু পরিষ্কার করার নেটের জাল।

মোঃ মুনছুর আলী জানান ৩৭ বছরের ধরে তার দিয়ে নেটের জাল তৈরি কাজ করে সংসার চালাচ্ছি।কোন রকমে অভাব অনাটন মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। আধুনিকতার ছোঁয়ায় মেশিনে যান্ত্রিক ভাবে সি আই তারের নেটের জাল তৈরি কারণে আমাদের পেশা হারিয়ে যেতে বসেছে।

নেটের জাল তৈরিতে অনেক কষ্ট ও পরিশ্রম। যে পরিশ্রম হচ্ছে সেই পরিমাণ টাকা উপার্জন করতে পারছিনা। এখন মানুষ আধুনিক হয়ে গেছে। তাই লোকজন এখন এই সব কাজ করতে চাইনা।পরিবারের সদস্যদের নিয়ে এই পেশাকে আঁকড়ে ধরে রেখেছি।প্রতিদিন ১৫০ ফুট পর্যন্ত জাল বানানো যায়।৫০ ফুট নেট বানাতে পারলে ৪৫০ টাকা মতো পাওয়া যায়।


সম্পর্কিত খবর