

নিয়াজ দিনার, ওয়ার্ড প্রতিনিধি:
অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার কোনো আশঙ্কা নেই উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এ সরকার ব্যর্থ হলে অমানিশা নেমে আসবে। সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ৫ মাস অতিক্রান্ত হয়েছে। এ সময়ে প্রতিমাসেই কোনো না কোনো নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। এ সময়ে সচিবালয় ঘেরাও করা হয়েছে। সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর ও পাহাড়ি-বাঙালি সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। নানামুখী আন্দোলন-সংগ্রাম ও নাশকতার মাধ্যমে সরকারের পথযাত্রাকে বাধাগ্রস্ত করা হচ্ছে।কিন্তু সরকার সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাচ্ছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক মডেল মসজিদের মাঠে মারকাজুল হুফফাহ ইন্টারন্যাশনাল বালক এবং বালিকা মাদ্রাসা শাখার ছাত্র ও ছাত্রীদের হিজাব এবং পাগডি পডানো ও মাদ্রাসার ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মারকাজুল হুফফাহ ইন্টারন্যাশনাল বালক এবং বালিকা মাদ্রাসা বাকলিয়া শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
নাশকতাকারীরা কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, নাশকতাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ধর্ম উপদেষ্টা বলেন, মাদ্রাসার ছেলেরাই আগামী দিনে এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে।আমরা দেখেছি গত ৫ই আগষ্টের পর যেভাবে তারা মন্দির পাহারা দিয়েছে এটা পুরো আলোড়ন সৃষ্টি করেছে। গত জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসার ছেলেরাই গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। আগামী দিনের রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র এবং এটার নেতৃত্ব দিবে মাদ্রাসার ছেলেরাই। তাদের হাতেই দেশ নিরাপদ।
মারকাজুল হুফফাহ ইন্টারন্যাশনাল বালক এবং বালিকা মাদ্রাসা শাখার পরিচালকের সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমীর শাহজাহান চৌধুরী বিশেষ অতিথি ছিলেন।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন চট্টগ্রাম মহানগরে কল্পলোক আবাসিক এলাকায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ ও ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মো. আবু আহসান উপস্থিত ছিলেন।