সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্যাম্পাস

চবি’র অন্যায্য ভর্তি আবেদন ফি ও পৌষ্য কোটা বাতিলের দাবিতে “স্যাড” চবি শাখার বিবৃতি: না মানলে আন্দোলনের ঘোষণা

আজ (২৮ ডিসেম্বর) স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্যায্য ভর্তি আবেদন ফি কমানো ও পৌষ্য কোটাসহ অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে এক বিবৃতি প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার অযৌক্তিক কোটা ও অমানবিক আবেদন ফি দিয়ে প্রকাশ করা বিজ্ঞপ্তি সংশোধনের দাবি জানাচ্ছি।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি এমন একটি পর্যায়ে পৌঁছেছে, যা সাধারণ শিক্ষার্থী ও তাদের পরিবারগুলোর জন্য অসহনীয়। উচ্চশিক্ষার সুযোগকে সবার জন্য সহজলভ্য করতে ফি কমানো অত্যন্ত জরুরি। পাশাপাশি, বিভিন্ন অযৌক্তিক কোটার মাধ্যমে মেধাবীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, যা শিক্ষার সমতাভিত্তিক পরিবেশের জন্য ক্ষতিকর।

আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি:
১. অবিলম্বে ভর্তি আবেদন ফি পুনঃনির্ধারণ করে তা শিক্ষার্থীবান্ধব পর্যায়ে আনা হোক।
২. পৌষ্য কোটাসহ যাবতীয় অযৌক্তিক কোটা ব্যবস্থা বাতিল করে মেধা ও সাম্যের ভিত্তিতে ভর্তির সুযোগ নিশ্চিত করা হোক।

শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং উচ্চশিক্ষা সবার জন্য সহজলভ্য করার লক্ষ্যে আমরা এই দাবিগুলো জানাচ্ছি। প্রশাসন যদি দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আমরা শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।


সম্পর্কিত খবর