মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ সাতঘাটিয়া পুকর পাড় এলাকায় আনুষ্ঠানিকভাবে জমকালো নানান আয়োজনের মধ্য দিয়ে অলম্পিক ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এতে চন্দনাইশ থানার (তদন্ত) কর্মকর্তা যুযুৎসু যশ চাকমা’র
সভাপতিত্বে চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিঃ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সি.আই.পি’র উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির চন্দনাইশ উপজেলার সদস্য সচিব, আ.ক.ম. মোজাম্মেল হক, বিশেষ অতিথি ছিলেন
এম ডি গুলশান লেক ভিউ ঢাকা ও পৌর বি এন পি নেতা সাইফুল ইসলাম হিরু, কানঞ্চনগর ইউনিয়ন বি এন পি, আহবায়ক আবদুস সালাম কোম্পানী, উপজেলা বি এন পি সদস্য রসিদ আহম্মদ হিরো, উপজেলা বি এন পি নেতা আবদুল আলিম, বরমা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বি এন পি সভাপতি আবদুল মজিদ, বিশিষ্ঠ ব্যবসায়ী ইউছুফ সওদাগর, মোরশেদুল আলম সিকদার (টিপু), বিশিষ্ঠ ব্যবসায়ী মো করিম, চন্দনাইশ মেটারনিটি শিশু জেনারেল হসপিটাল চেয়ারম্যান রনি বড়ুয়া, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ৪টি দল কানাইসাদারী স্পোর্টিং ক্লাব বনাম আল্লাহর দান অটোপার্টস ফুটবল একাদশ, এবং মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব, বনাম টি এস সেভেন ফুটবল একাদশ। ১-০ গোলে পরাজিত করে জয়ী হয় আল্লাহর দান অটোপার্টস ফুটবল একাদশ, দ্বিতীয় রাউন্ডে ২-১গোলে পরাজিত করে জয়ী হয় টি এস সেভেন ফুটবল একাদশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়া
স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত কমিটির
সভাপতি – রিয়াজ উদ্দীন, সহ-সভাপতি – নাইরুল হক ইফসান, সেক্রেটারি -এসকান্দর মিয়া, অর্থ সম্পাদক – মনিরুল হক রিয়ান, প্রচার সম্পাদক – ইকরামুল হোসাইন রাব্বী, সহ ক্রীড়া সম্পাদক – গিয়াস উদ্দিন, সাকিলসহ সকল সদস্য বিন্দু।