কামরুল সিফাতউল্লাহ, বিশেষ প্রতিনিধি:
নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আজ (২৮ই ডিসেম্বর) শনিবার বিকেলে বিপিএল উপলক্ষে চট্টগ্রামে তারুণ্যের উৎসব শিরোনামে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
কনসার্টের টিকিটের তিনটি ক্যাটাগরি করা হয়েছে। প্লাটিনাম টিকিটের দাম রাখা হয়েছে ৪ হাজার টাকা, গোল্ড ক্যাটাগরির টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। এমএ আজিজ স্টেডিয়ামের পাশে বুথ থেকে টিকিট নিতে পারবেন দর্শনার্থীরা।
চট্টগ্রামে আয়োজন হলেও নেই চট্টগ্রামের স্থানীয় কোনো মিউজিক ব্যান্ড। এতে গান পরিবেশন করেছেন হাবিব ওয়াহিদ, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, মুঝা, সঞ্জয়, এভয়েডরাফা, তারপরেও শূন্য গ্যালারি ও স্ট্যান্ডিং সেটে পড়ে আছে ফাঁকা চেয়ার। চট্টগ্রামে মনে হয় এই প্রথম জাঁকজমকপূর্ণ ও হৈ-হুল্লোড় ছাড়া বিপিএলের মিউজিক ফেস্ট। বাইরে মিউজিক প্রেমীরা ঢুকতে উচ্ছাসী হলেও টিকেট ভারে কেও ঢুকতে পারছে না। অথচ ভেতরে পুরো মাঠেই বলা চলে ফাঁকা আর ফাঁকা।