বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
আফ্রিকার মোজাম্বিকে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সংকট নিরসনের লক্ষ্যে বাঁশখালী পৌরসভার ভাদালিয়া হারুন বাজারস্থ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বায়তুল ইরফান আদর্শ মাদরাসার উদ্যোগে খতমে বুখারী, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বাদে জুমা ভাদালিয়া বাইতুল ইরফান আদর্শ মাদরাসার হল রুমে মাদ্রাসার পরিচালক আলহাজ্ব কাজী মাওলানা মুহাম্মদ মনছুরুল হক এ খতমে বুখারীর আয়োজন করেন। বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ কামনায় ও মোজাম্বিকে চলমান সংকট নিরসনে বিশ্বের সকল দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ দোয়া করা হয়।
খতমে বুখারীতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম হামিউ সুন্নাহ মেখল মাদরাসার শিক্ষাপরিচালক মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন, আল জামেয়াতুল ইসলামিয়া পটিয়া মাদরাসার মোহাদ্দেস মাওলানা রহমত উল্লাহ, শিক্ষক মাওলানা মুহাম্মদ ইউনূস, বৈলছড়ি আজিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা এজাজ, চাম্বল বড় মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা ছালেকুজ্জামান, মুফতি নুরুল ইসলাম, মাওলানা নুরুল হক, মাওলানা ইদ্রিস, বাহারছড়া এমদাদুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা নুরুল কবির, সরল মদিনাতুল উলুম মাদরাসার পরিচালক মুফতি নুরুল আমিন।
জলদী বাইঙ্গাপাড়া বড় মাদরাসার শিক্ষক মাওলানা এমদাদ, বায়তুল ইরফান আদর্শ মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন।
দোয়া ও মুনাজাতে উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিকেলে মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।