সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খেলাধুলা

রাঙ্গুনিয়া দক্ষিণ রাজানগর ইউনিয়নে শর্টপিচ ত্রুিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

“ত্রুীড়ায় শক্তি ত্রুীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানকে ধারণ করে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে ২৯শে ডিসেম্বর রবিবার বিকাল তিন ঘটিকায় সোনারগাঁও ইয়ংস্টার ত্রুিকেট ক্লাব কতৃর্ক আয়োজিত ৭ম বারের মত প্রিমিয়ারলীগ শর্টপিচ ত্রুিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক হিসেবে বল মেরে ফাইনাল খেলা উদ্বোধন করেন চন্দ্রঘোনা আর্দশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাষ্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির লিগ্যাল এইড কমিটির আহ্বায়ক এডভোকেট জামাল উদ্দিন, সভাপতি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফজলুল ইসলাম তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম, সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অনেন্দু বিকাশ বড়ুয়া, বিশিষ্ট সমাজ সেবক জিয়াউল হক কোম্পানি, মোহাম্মদ লোকমান, নঈম উদ্দিন, মোহাম্মদ ফোরকান, সাইফুল ইসলাম, খেলা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামসহ অন্যান্যরা।

ফাইনাল খেলায় প্রতিদ্বন্দিতা করেন টিম ত্রুাইজি বনাম দূরন্ত একাদশ, ট্রসে জিতে দূরন্ত একাদশ ৮ওভার মোকাবিলা করে ৭৪রান সংগ্রহ করে, টিম ত্রুইজিকে ৭৫রানের টার্গেট ছুঁড়ে দেয়, পরে ব্যাট করে ৮ওভার মোকাবিলা করে ৪উইকেটের বিনিময়ে ৬০রান সংগ্রহ করলে, দূরত্ব একাদশ ১৪রানে জয় লাভ করে চ্যাপিয়ন হয়।

খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ ও চ্যাপিয়ন দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।


সম্পর্কিত খবর