প্রবীর সুমন, দীঘিনালা প্রতিনিধি খাগড়াছড়ি
রহস্যজনকভাবে চুরি হওয়া গরু উদ্ধার করে মূল মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে দীঘিনালা থানা পুলিশ। চুরির ঘটনাযর সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে দীঘিনালা থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া।
ওসি মোঃ জাকারিয়া বলেন, সাপ্তাহিক হাটে পুলিশের উপস্থিতি টের পেয়ে হাটে গরু রেখেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে চোরচক্রের সদস্যরা। চুরি হওয়া গরু উদ্ধার হেফাজতে নেয়, পরেই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাৎক্ষণিক চোরচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে উদ্ধার হওয়া চোরাই গরুর প্রকৃত মালিক গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দীঘিনালা থানায় মামলা করেন।
মামলার বাদী ধনমনি চাকমা (৪৬) বলেন, রাতের অন্ধকারে আমার গোয়ালে থাকা গরুটি চুরি হয়ে যায়। আশেপাশে খোঁজ করে কোনো সুরাহা হয়নি, পরে স্থানীয়দের মাধ্যমে জেনেছি থানা হেফাজতে একটি গরু রয়েছে। পরে থানায় উপস্থিত হয়ে আমার গরুটিকে সনাক্ত করি। এখন গরুটি থানা পুলিশ হেফাজতে আছে।
গরু চোরাকারবারি চক্রের সদস্য হিসেবে গ্রেপ্তার হয়েছেন যারা- তেবাংছড়া ও বড়াদম এলাকার হৃদয় চাকমা (২০), জুনেষ চাকমা (১৮), বিপাশ চাকমা (১৮), সতীশ চাকমা (১৮) ও সন্তোষ চাকমা (১৮)। গ্রেপ্তার হওয়া সকলে উপজেলার দীঘিনালা ও বোয়ালখালী ইউনিয়নের বড়াদম তেভাংছড়া এলাকার বাসিন্দা।
গত সোমবার দিবাগত রাতে উপজেলার ০২ নং বোয়ালখালী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড নৌকাছড়া এলাকার চন্দ্রমহন কার্বারী পাড়া এলাকার ধনমনি চাকমা (৪৬) বাড়ির গোয়াল ঘর থেকে গরুটি চুরি হয়। পরে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে দীঘিনালা থানা বাজারে বিক্রির উদ্দেশ্য আনা হলে পুলিশ গরুসহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে ও গরুটির মূল মালিককে সনাক্ত করে পুলিশ।