সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খেলাধুলা

বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

ত্রুীড়ায় শক্তি ত্রুীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে ধারণ করে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম বারঘোনিয়া মাঠে, কেপিএম তরুণ সংঘ কতৃর্ক আয়োজিত বিজয় দিবস উম্মুক্ত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ৪ই ডিসেম্বর শনিবার বিকাল ৩ঘটিকায় বারঘোনিয়া মাঠে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণপুলি পেপের মিলের ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নিবার্হী কর্মকতা জিসান বিন মাজেদ, তরুণ সংঘের প্রতিষ্টাতা সদস্য, জাতীয় দলের সাবেক ফুটবলার ফখরুল ইসলাম কামাল, কাপ্তাই অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম, বিজিএম এ ব্যবস্হাপনা পরিচালক সফিউল করিম খোকন, ফুটবল টুনামেন্টের আহবায়ক শাকের হোসাইন, শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরী স্মৃতি সংসদ ফুটবল টিমের ম্যানেজার যুবনেতা নাছির উদ্দিন, কোর্চ জুয়েল চাকমা, কাতার প্রবাসী সেনা কর্মকর্তা ও চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউচুপ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী ইলিয়াস শিকদার, উপজেলা বিএনপির সদস্য, সাবেক চেয়ারম্যান প্রার্থী মুজিবুর হক মুজিব, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি, দোভাষী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহেদুল হক মেম্বার, কাতার বিএনপির সাবেক সহ সভাপতি ইউচুপ সিকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেলাল আহমদ, যুগ্ম আহবায়ক শোয়াইব কাদের, চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি
সাজ্জাদ হোসেন খোকা, উপজেলা ছাত্রদলের সদস্য রিয়াদ হোসেন বাবলা, রাঙ্গুনিয়া উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহ সভাপতি মোহাম্মদ সেলিম, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মাসুদ পারভেজ, যুগ্ম আহবায়ক তসলিম, নেয়ামত উল্লাহ, মোহাম্মদ ফারুক, কোদালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেলিম, শাহাবুদ্দীন,সাবেক ছাত্রদলের সভাপতি আলম শাহ, আরজান, হাবিব, শওকত সাইমন, এনাম, আরমান, প্রবাসী হারুন, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল সহ অন্যান্নরা।

ফাইনাল খেলায় সরাসরিভাবে প্রতিদ্বন্দিতা করেন রাঙ্গুনিয়ার শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ, বনাম কেপিএম শাপলা ছাত্র সংসদ, খেলায় আত্রুমন টু পাল্টা আত্রুমনের মধ্য দিয়ে গোল শূন্য ড্র হলে রেফারির সিধান্তত্রুমে খেলা সরাসরিভাবে ট্রাইব্রুকারে গড়ায়, ট্রাইব্রুকারে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ ৫-৪গোল ব্যবধানে কেপিএম শাপলা ছাত্র সংসদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ।

খেলা শেষে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদের টিম ম্যানেজার, চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব, যুবনেতা নাছিরউদ্দিন বলেন আমরা চন্দ্রঘোনাবাসী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী,র স্মৃতিকে ধরে রাখতে, একটি ফুটবল টিম গঠন করি, এ টিমে সকলের সহযোগীয় কাপ্তাই কেপিএম এলাকায় একটা বড় টুর্ণামেন্টে খেলা খেলি, দীর্ঘ একমাস খেলা’ খেলে ফাইনালে উর্ত্তীন্ন হই, ফাইনালে সকলের দোয়ার বরকতে চ্যাম্পিয়ন হই। এই খেলার সবটুকু অর্জন ও সফলতা, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী,র গর্বিত সন্তান, প্রিয়নেতা হুম্মাম কাদের চৌধুরীকে উপহার দিলাম আমরা চন্দ্রঘোনাবাসী।


সম্পর্কিত খবর