সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহানগর

আবৃত্তি, গানে-নাচে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ, চট্টগ্রাম

আজ জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম জেলা শাখার প্রীতি সম্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা নাগাদ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনুষ্ঠানের একদম সূচনা লগ্নেই কবিতা আবৃত্তি ও কুরআন তিলাওয়াত করা হয় এবং জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম জেলা শাখার সদস্য সহ সকল আগত অতিথিদের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) এর জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শামসুল আলম।
তাছাড়া, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম জেলা শাখার সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন।

আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চের অতিথিরা। এরপর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করা হয়। এর পরপরই নাচ-গান পরিচালনা সহ আরো নানাবিধ আয়োজন ছিলো।


সম্পর্কিত খবর