সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহানগর

কল্পলোক আবাসিকে ঝুঁকিপূর্ণ গ্যাসের গোডাউন সরানোর জোর দাবি আবাসিকে অবস্থানরতদের

মোহাম্মদ নিয়াজ, বিশেষ প্রতিনিধি:

নগরীর বাকলিয়া থানায় অবস্থিত জনবহুল কল্পলোক আবাসিকে নিয়ম-নীতি উপেক্ষা করে এলাকায় গড়ে তোলা হয়েছে এলপিজি (তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার গোডাউন। ফলে বিস্ফোরণ ঝুঁকিসহ অগ্নি দুর্ঘটনা শঙ্কা বিরাজ করছে জনমনে। অগ্নি দুর্ঘটনা ঝুঁকি এড়াতে গ্যাস সিলিন্ডার গোডাউন আবাসিক এলাকা থেকে অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছে এলাকাবাসী।

জনবহুল কল্পলোক আবাসিক এলাকা থেকে নিরাপদ দূরত্বে এলপি গ্যাস সিলিন্ডারের গোডাউন স্থানান্তরের দাবি করেন আবাসিক এলাকার বাসিন্দারা। এছাড়া ঝুঁকি এড়াতে এলপি গ্যাসসহ সব ধরনের দাহ্য পদার্থ সংরক্ষণ ও বিপণনে ডিলারসহ সকল ব্যবসায়ীর লাইসেন্স শর্তসহ অনুস্মরণে জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

আবাসিকের বাসিন্দারা জানান,এই আবাসিকে আমাদের অনেক ছেলে মেয়েরা লেখাপড়া করেন। এই গোডাউনের পাশে একটা মসজিদ ও কবরস্থান এবং ছোট্ট খেলার মাঠ আছে। আবাসিকের অনেকেই ওই মসজিদে নামাজ পডতে যান। তারা ঝুকিপূর্ণ গ্যাসের গোডাউন নিয়ে আতংক থাকেন।

ছেলেদের অভিকরা অভিযোগ করে বলেন,আমাদের বাচ্চারা গোডাউনের পিছনের মাঠে সামান্য যে সময় লেখাপড়ার পাশাপাশি পান তারা ওই মাঠে খেলেন। আবাসিকে আর কোন মাঠ নেই খেলার জন্য। তারা খালি প্লট পেলে ওইখানে মাঠের উপযোগী করে খেলে থাকেন। কিন্তু গ্যাসের গোডাউন বিস্ফোরণের ঝুঁকিপুর্ণ থাকায় তারা ওই মাঠে খেলা বন্ধ করে দেন। আমাদের ছেলেরা এখন অনেক ক্ষতিগ্রস্ত কারন তারা মাঠের পাশে গোডাউন ঝুঁকিপূর্ণ হওয়াই তাদের খেলা বন্ধ অবসর সময় কোথাও কাটাতে পারছে না।

তারা আরো বলেন,যদি দূর্ভাগ্যবশত গ্যাসের গোডাউনে আগুন ধরে তাহলে আবাসিকের পরিস্থিতি কি হবে এবং আমাদের কিরূপ ক্ষতি হবে এটার আশংকা করা যায়।তারা এই আবাসিক থেকে গ্যাসের গোডাউন সরানোর জোর দাবি করেন।

আবাসিক মোড়স্ত এলপি গ্যাস ব্যবসায়ীরা জানান, গ্রাহকদের কাছে সহজে গ্যাস সিলিন্ডার সরবরাহসহ বাড়তি পরিবহন খরচ কমাতে আবাসিকের মধ্যে তারা গোডাউন গড়ে তুলেছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম জোন১ এর উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দু রাজ্জাক জানান, জনবহুল আবাসিক এলাকায় এলপি গ্যাস সিলিন্ডার গোডাউন স্থাপনের সুযোগ নেই। লাইসেন্স শর্ত কেউ ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত খবর