নিয়াজ দিনার, বিশেষ প্রতিনিধি:
২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তানজির হোসেন জুয়েল ও সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মুমিনুল হক।
রবিবার (৫ জানুয়ারি) সংগঠনটির চট্টগ্রাম মহানগর উত্তরের আর ইসরা ভবনে সদস্যদের নিয়ে সদস্য সমাবেশের আয়োজন করেন উক্ত সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে নবনির্বাচিত সভাপতি তানজির হোসেন জুয়েলের নাম ঘোষণা দেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি শাখা সেক্রেটারি মনোনীত করেন। শাখা সেক্রেটারি হিসেবে মুমিনুল হককে ঘোষণা করেন।
বিষয়টি চট্টগ্রাম পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর উত্তর শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক সালাউদ্দিন আকাশ।
নবনির্বাচিত সভাপতি এর আগে চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।