নিয়াজ দিনার:
গতকাল চকরিয়া উপজেলার বদরখালী ব্রীজ এলাকায় মহেশখালীর এক ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটেছে।
আজ (০৭/০১/২৫) মঙ্গলবার দুপুর ৩ টায় এ ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে চট্টগ্রামস্থ মহেশখালীর ছাত্ররা।
এতে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতার হার দিন দিন বেড়ে চলেছে। বিশেষত ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনা প্রতিদিন চোখে পড়ছে। নারীদের প্রতি নির্যানের হার বেড়েই চলছে দিনদিন। নারী ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। কখনো কখনো নারীর প্রতি সংঘটিত নির্যাতনের দায়ভার নারীকেই নিতে হচ্ছে, দোষারোপ করা হচ্ছে তাদের।এতে তারা কোনদিকে বিচার না পেয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেচে নেয়।
তারা আরো বলেন, অপরাধীদের যত দ্রুত সম্ভব তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে পর্যাপ্ত শাস্তি নিশ্চিত করতে হবে। নারী ও শিশু নির্যাতন আইন প্রণয়ন, আইনের সঠিক প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মহেশখালীর স্টেশন মহেশখালীতে করতে হবে। মহেশখালীর স্টেশন বদরখালী কেন।মহেশখালীর স্টেশন স্থায়ীভাবে মহেশখালীতে করতে হবে।
তারা অভিযোগ করেন, বদরখালাী-মহেশখালী সেতুতে কোন নিরাপত্তা নেই।নেই কোন পুলিশের ডিউটি। এ সেতুর পাশে থানা থাকলেও নেই পুলিশের সক্রিয়তা।আজ পুলিশের সক্রিয়তা না থাকায় এত বড দূর্ঘটনা। ৫ই আগষ্টের পর তারা কেন সক্রিয় হতে পারিনি তা নিয়ে ধোঁয়াশা রয়ে যায়। এখনো পুলিশের বিভিন্ন জায়গায় আওয়ামিলীগের ধুসররা আছে বলে তারা জানান। তারা বদরখালী-মহেশখালী সেতুর উপর একটা স্থায়ী পুলিশ বক্স করার জোর দাবি জানান।
তারা আরো অভিযোগ করেন, আজ দুইদিন হয়ে গেলেও কেন আসামীদের গ্রেপ্তার করা হল না তাদের পরিচয় জানা সত্ত্বেও।
মানববন্ধননে উপস্থিত ছিলেন,আশেকুল ইসলাম আকাশ(ছাত্র সরকারি সিটি কলেজ চট্টগ্রাম),চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সৈয়দ বাইজিদ ইমন, মুহাম্মদ মুহসিন(ছাত্র চট্টগ্রাম কলেজ),সায়েদ হোছাইন চকবাজার ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য,ত্বকি ওসমান( ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,আবুল কাসেম(সিটি কলেজ, নাসির উদ্দীন সমন্বয়ক চট্টগ্রাম জেলা, আরমান শাহরিয়ার সমন্বয়ক,মাসুক ইলাহি, বাংলাদেশ জামায়াতের ইসলামি চাঁদগাঁও থানা যুব বিভাগ সেক্রেটারি,হানিফ নোমান (চেয়ারম্যান ক্যাফ ইউথ গ্রুপ),সায়েদ মোস্তাফিজ আলম ( আন্তর্জাতিক মানব অধিকারী কর্মী), করেন মো: আজমগীর ( ছাত্র মহসিন কলেজ)প্রমূখ।