সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা-উপজেলা

হাজার শহীদের রক্তে অর্জিত দেশ সংস্কারের সুযোগ বৃথা যেতে দেয়া হবে না

মোঃ একরামুল হক, হাটহাজারী, প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারী আব্দুল জব্বার বলেছেন, চাঁদাবাজ ও দখল- দারিত্বের নগ্ন থাবায় তিক্ত এবং বঞ্চিত গণমানুষের এখন শেষ ঠিকানা হলো জামায়াতে ইসলামী। হাজার শহীদের রক্তে অর্জিত  ফ্যাসিবাদ মুক্ত দেশে সংস্কারের সুযোগ কোনভাবে বৃথা যেতে দেয়া হবে ন।

গত (৬ জানুয়ারী)মঙ্গলবার রাতে হাটহাজারী উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরনবী ও মাওলানা জামাল হোসাইন।

নিজস্ব উপজেলা কার্যালয়ে উপজেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরো বক্তব্য রাখেন,উপজেলা নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী, সেক্রেটারী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী,এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা সাইফুদ্দীন চৌধুরী ও মিজানুর রহমানসহ উপজেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল জব্বার আরো বলেন,স্বাধীনতার ৫৩ বছরে বাংলাদেশের শাসন ক্ষমতায় অনেকের পরীক্ষা শেষ হয়েছে। জনগনের অধিকার ও রাষ্ট্র গঠনের প্রশ্নে সবাই শুধু বৈষম্য সৃষ্টি করেছে। এ বৈষম্য থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদ পালিয়েছে,দোষরেরা এখনো রয়ে গেছে। দেশের স্বার্থে ঘাপটি মেরে থাকা এদের চিহৃিত করে দেশকে দোষর মুক্ত করতে হবে।


সম্পর্কিত খবর