সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

সিরিয়ার অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন এরদোগান

সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও ঐক্য রক্ষায় তুরস্কের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

সোমবার (৩ জানুয়ারি) মন্ত্রিসভা বৈঠকের পর এক বক্তব্যে এরদোগান বলেন, “নতুন সিরিয়ান প্রশাসন ভৌগোলিক অখণ্ডতা ও ঐক্যের ভিত্তিতে একটি নতুন সিরিয়া গড়ে তোলার চেষ্টা করছে। তাদের এই সংকল্প আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি।”

এরদোগান বলেন, “তুরস্কের ইচ্ছা ও নীতি এই প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যারা অতীতে সিরিয়ার সংঘাত এবং দায়েশের (আইএস) হুমকিকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করেছে, তারা এখন বাস্তবতার মুখোমুখি। ভবিষ্যতের মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের কোনো স্থান নেই।”

তিনি আরও জোর দিয়ে বলেন, “তুরস্ক কখনো সিরিয়ার বিভক্তি কিংবা তার একক কাঠামোর ক্ষতি মেনে নেবে না। কোনো ঝুঁকি দেখা দিলে তা প্রতিরোধে আমরা দ্রুত পদক্ষেপ নেব।”

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এরদোগানের এই বক্তব্য তুলে ধরে জানিয়েছে, তুরস্কের নীতি সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও ঐক্য রক্ষায় অটল।


সম্পর্কিত খবর