আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে আজ মধ্যম বারখাইন সৈয়্যদিনা দেওয়ান মুহাম্মদ জমির উল্লাহ চিশতী (রাঃ) হেফজখানা ও এতিমখানায় কুরআন পাখিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আইএ একটি টিম স্ব-শরীরে উপস্থিত হয়ে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করেন।
এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার একিউএম রিয়াজুল আলম বক্তব্যে বলেন, আনোয়ারার একটি পেশাজীবি সংগঠন হিসেবে আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে মানবতার কল্যানে আইএ এই সকল কর্মসূচী পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচী। এসোসিয়েশনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয় ৷ ভবিষ্যতেও আমাদের এই মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য উপস্থিত এলাকাবাসীর কাছে দোয়া করার আহবান জানান। উক্ত কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা সিরাজ উল্লাহ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, আইএ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ইমতিয়াজ হোসাইন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম এ হান্নান,সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ওসমান আলী, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃইফতেখার উদ্দীন প্রমুখ।
আইএ পরিবারের জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ আলাউদ্দিন।