চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা রাষ্ট্র কাঠামো মেরামত শীর্ষক ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন। শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলার হাদিফকিরহাট বাজারে তারা এই কর্মসূচি পালন করেন।
ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত শীর্ষ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
এ সময় লিফলেট বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম।
এসময় আরো উপস্থিত ছিলেন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাছির চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হাশেম, বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক তোবারক হোসেন, যুগ্ম আহবায়ক জহির উদ্দিন হুমায়ূন, মিরসরাই উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শাউন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাকারিয়া মেম্বার, যুগ্ম আহবায়ক
ইলিয়াস উদ্দিন মাসুদ, মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য খায়ের উদ্দিন মাসুক, ইউনিয়ন যুবদলের আহবায়ক রহিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, যুগ্ম আহবায়ক মো. আমজাদ , আরিফ হোসেন, কামরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন, রেজাউল হক রেজু, বিএনপির সদস্য সাইফুল ইসলাম, হারুন, নেপাল চক্রবর্তী, জাফর,আকিল, নাছির উদ্দিন, মাসুদ, মোল্লা আফলাতুননূর, সালাউদ্দিন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জামশেদ আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, যুগ্ম আহবায়ক রমজান আলী, যুবদলের সদস্য মোশারফ, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিনসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।