চট্টগ্রামের মিরসরাইয়ে মঘাদিয়া হিফজুল কুরআন মাদরাসার উদ্যোগে ২৭ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মঘাদিয়া ইউনিয়নের সারেংপাড়া এলাকায় মাদ্রাসা কমপ্লেক্সের মাঠে এ মাহফিল সম্পন্ন হয়।
মঘাদিয়ক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মঘাদিয়া হিফজুল কুরআন মাদরাসার সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরনবীর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান।
তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছের কুরআন,মিডিয়া ব্যক্তিত্ব,লেখক ও গবেষক,চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদের খতিব হযরত মাওলানা এম.হাসিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মাহমুদুল হাসান, পানি উন্নয়ন বোর্ড জামে মসজিদের খতিব হযরত মাওলানা আমির হোসেন বেলালী, মঘাদিয়া সারেংপাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা সানাউল্ল্যাহ, জোরারগঞ্জ মারকাযুত তাহফিয মাদরাসার সহকারী পরিচালক হযরত মাওলানা হাসান বিন সেকান্তর।
এসময় মনমুগ্ধকর কেরাত পরিবেশন করেন লাঙ্গলমোড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম রায়হান, ইসলামী সংগীত পরিবেশন করেন কর্ণফুলী শিল্প গোষ্ঠী।