সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয়

মানববন্ধন ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল

স্টুডেন্ট এলায়েন্স ফর ডেমোক্রেসি: ঢাকা জেলা কমিটির আত্মপ্রকাশ

শহীদদের স্মরণে দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে “স্টুডেন্ট এলায়েন্স ফর ডেমোক্রেসি” ঢাকা জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে আজ। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক জমির উদ্দীন ও কেন্দ্রীয় সদস্য সচিব আবির বিন জাবেদের স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা কমিটির অনুমোদন দেন।

ঢাকা জেলা কমিটির নেতৃত্বে আছেন:

আহ্বায়ক: এস এম মঈন উদ্দীন, যুগ্ম আহ্বায়ক: তামজিদ, সদস্য সচিব: খান আহাদ, যুগ্ম সদস্য সচিব: এবিএম মিরাজ, মুখপাত্র: নুসায়ের আহমেদ

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সৈয়দ বোরহান উদ্দিন, আনোয়ারুল আজিম, নাজমুস সাকিব ত্বহা, আবু নাইম, তৌহিদুর রহমান নোমান, হুমায়ুন কবির, রাব্বিল হোসেন, হাবিব হান্নান, মোঃ আবদুল্লাহ, সাদনান নাফি, মোঃ রিয়াজুল হাসান, তোহিদ ইসলাম, শেখ শোয়েব আখতার, মোঃ নাইমুর রহমান, নাবিল হোসেন, রানি আক্তার, হোমায়েত সায়েদী তামিম, তাওহীদ ইবনুল বদর সাফওয়ান, ইলিয়াস রহমতুল্লাহ, দ্বীনি তাসনিয়া, এ এস এম সায়েদ, সাব্বির হোসাইন, নায়েম ইসলাম সায়েম, মাহদী হাসান, সামিহা সোয়া, মোঃ আবু নোমান, মোঃ রিয়াদ, জিয়াবুল করিম জিয়া, মোছা: বুশরা জান্নাত বৈশাখী, উম্মে হাবিবা ও মোঃ সাবিত হাসান খান জয়।

গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে “স্টুডেন্ট এলায়েন্স ফর ডেমোক্রেসি—ঢাকা জেলা” কমিটি কাজ করে যাবেন বলে আশা ব্যক্ত করে। আত্মপ্রকাশ শেষে জুলাই অভ্যুত্থানের শহীদদের বেওয়ারিশ লাশ শনাক্তকরণ এবং আহতদের সুচিকিৎসার বিষয়গুলোতে সরকারের উদাসীনতার প্রতিবাদে “স্টুডেন্ট এলায়েন্স ফর ডেমোক্রেসি— ঢাকা জেলার নব-কমিটি” মানববন্ধন ও দোয়া মাহফিলের আয়োজন করে।

ঢাকা জেলা কমিটির সদস্যরা রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে বেওয়ারিশ কবরগুলো প্রদর্শন করেন এবং শহীদদের জন্য দোয়া পাঠ করেন। পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে অবস্থান নিয়ে দ্রুততম সময়ের মধ্যে বেওয়ারিশ শহীদ শনাক্তকরণ, আহতদের চিকিৎসা এবং দোষীদের বিচারের দাবি জানান।

আয়োজনে সাত দফা দাবি তুলে ধরে সংগঠনের সদস্যরা বলেন, “আহতদের সুচিকিৎসা নিশ্চিত না হওয়া এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া সরকারের দায়িত্বহীনতার পরিচায়ক। সারাদেশে অনেক শহীদদের বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। পরিচয় শনাক্তকরণে সরকারের কোনো তদবির নেই। খুনিরা এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তারা আরো বলেন “যদি দ্রুত দোষীদের বিচার, বেওয়ারিশ শহীদদের শনাক্তকরণ ও আহতদের চিকিৎসার ব্যবস্থা না করা হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচির ডাক দেব।”


সম্পর্কিত খবর